
বগুড়ার শাজাহানপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মিজ জান্নাতুল ফেরদৌস উর্মি।
মঙ্গলবার (২৯ জুলাই ) বগুড়া জেলা অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বুধবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মিজ জান্নাতুল ফেরদৌস উর্মি ৩৮ তম প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনসেবার মানসিকতা নিয়ে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
উপজেলায় দীর্ঘ দিন ধরে এসি ল্যান্ড না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ। এবার তার অবসান ঘটবে বলে আশা করছেন তারা।
দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করব। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি অফিস গড়ে তোলাই আমার অগ্রাধিকার।এ সময় তিনি এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রংপুর জেলার গংগাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।