
বগুড়ার শাজাহানপুরে কন্যা শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: আলিফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ। শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম শাজাহানপুর উপজেলা এনএসপি আহ্বায়ক হুমায়ূন কবির হিমু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু শাহিন সানি এবং উপজেলা যুবদল নেতা আব্দুর রউফসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মেয়েদের হতাশ হওয়ার কিছু নেই। আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসবে। শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের প্রতিটি ক্ষেত্রে মেয়েরা এখন নিজেদের যোগ্যতা ও সক্ষমতা প্রমাণ করছে।