বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে সানজিদা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম লিটনের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে রহিমাবাদ উত্তরপাড়া সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সানজিদা দুপুরের পর ছোট ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর তাকে করতোয়া নদীতে ঝাঁপ দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওসি শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তাদের উদ্ধার কার্যক্রম রাত পর্যন্ত চলতে থাকে।