বগুড়া শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর দক্ষিণপাড়া গ্রামে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে (২৮) ধর্ষণের অভিযোগ হয়েছে আপন খালু হাসান আলী(৩৩) এর বিরুদ্ধে। ১১মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত ওই নারীর সাথে ঘটনাটি ঘটে। হাসান আলী বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের পাটিতাপাড়া গ্রামের মোঃ হাকিমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার(১৩মার্চ) ওই নারীর মা বাদী হয়ে হাসান আলীকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা জানাজানি হওয়ার পর পালিয়ে গেছেন হাসান।
প্রতিবন্ধী ওই নারী বলেন, একই ঘরে পাশাপাশি দুটি খাট রয়েছে। একটিতে আমি ঘুমাতাম আর অন্য খাটে খালা ও খালু ঘুমাতেন। ১১মার্চ রাতে আমার মা বাড়িতে ছিলেন না। সেই রাত সাড়ে ১২টার দিকে খালু হাসান আমার কাছে চলে আসে এবং ধর্ষন করে। আমি বাধা দেয়ার চেষ্টা করেছি এবং অনেক চিৎকার করেছি কিন্তু শেষ পর্যন্ত পারিনাই। আমার খালা পাশের খাট থেকেও আমার সাহায্যে এগিয়ে আসে নাই। পরে আমার মায়ের কাছে ঘটনা খুলে বলেছি।
প্রতিবেশি আলমগীর হোসেন সংবাদ বুলেটিনকে বলেন, ধর্ষণের ঘটনা শোনার পর ওই নারীর খালু হাসান আলী এবং খালা হাউসী বেগমের সাথে কথা বলেছি। ধর্ষণের ঘটনা সত্য। হাসান পালিয়ে গেছে। সম্ভবত ওই রাতে হাউসীকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলো হাসান। এরপর ধর্ষণ করেছে।
এই ঘটনায় গনমাধ্যম কর্মীদের দেয়া সাক্ষাতকারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) ওয়াদুদ আলম সংবাদ বুলেটিনকে বলেন, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। এই ঘটনায় আইনগন ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। জড়িতকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।