বগুড়ার শাজাহানপুরে গাঁ"জাসহ দুই মা'দক ব্যবসায়ীকে আ'টক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) ময়নুল ইসলামের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের মাদলা বাজারে তোফাজ্জলের ফল দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মো. নজমল সরকার ওরফে নইল্যা (৫৪) এবং আব্দুস সামাদ (৫৫) নামের দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে শাজাহানপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক নজমল সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক মা'দক মামলা রয়েছে। ২০০৮, ২০১৯ ও ২০২১ সালে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছিল।