বগুড়ার শাজাহানপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত সোমবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে চোপীনগর ইউনিয়নের সাহানগর গ্রামের কবরস্থানের পাশে একটি আমগাছের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—১) মো. রনি বাবু (২৫), পিতা- মো. বাবলু মিয়া, সাং- বড়পাথার (দক্ষিণপাড়া), ২) মো. ইয়াসিন আলী (৩৪), পিতা- মৃত আবুল হোসেন খোকা, সাং- বড়পাথার (পশ্চিমপাড়া), উভয়ই শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আটক রনি বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে পাঁচটি মাদক মামলার তথ্য রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে ২০১৯, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের একাধিক মামলা, যেগুলোতে তাকে অভিযুক্ত করে চার্জশিটও প্রদান করা হয়েছে।
শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহতি থাকবে।