
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।
কর্মসূচির সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ শাহনাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, এ ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সসীমার শিশুদের টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে।