বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাহানপুর উপজেলার বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক থামানো হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১. মো. শমসের আলী (৩৫), পিতা: মো. সুলতান, সাং: হীরারকুঠি, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম।
২. মো. সিরাজুল ইসলাম (৩৮), পিতা: মৃত আহাতাব আলী, সাং: শিংগিরভিটা, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম।
ডিবি সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।