বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর আলোকিত যুব সংঘের সহযোগী সংগঠন ‘তারুণ্যর আলো’-এর নিজস্ব অর্থায়নে শুক্রবার বাদ জুমা ডাঙ্গাপাড় এলাকায় অন্ধকারাচ্ছন্ন রাস্তায় সোলার লাইট স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এ সময় তিনি বলেন, তরুণদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আলোকিত সমাজ গড়তে এমন সামাজিক উদ্যোগের বিকল্প নেই। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
‘তারুণ্যর আলো’ সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনের সদস্যরা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এ সময় শাজাহানপুর উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, সহ দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম ,সমাজসেবক মোজাফ্ফর রহমান, বিএনপি নেতা ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন। সোলার লাইট স্থাপনের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।