বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বগুড়ার শিবগঞ্জ থেকে আসা কয়েকজন দর্শনার্থী মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার বিজয়াঙ্গনে ঘুরতে যান। এ সময় একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে মারধর করে এবং ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা আরো অর্থ দাবি করলে শারীরিকভাবে লাঞ্ছিত হন ভুক্তভোগীরা। পরে তারা শাজাহানপুর সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার কামারপাড়া গ্রামের মন্ডলপাড়ার আব্দুল মজিদ নয়নের ছেলে কাজী হায়াৎ (২৮) এবং একই গ্রামের মো. মুন্টু মিয়ার ছেলে মো. সিয়াম আহম্মেদ (২৭)।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম সংবাদ বুলেটিনকে বলেন, ‘ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না করায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’