
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শাজাহানপুরে জামায়াতে ইসলামী এক প্রস্তুতি সভার আয়োজন করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা মজলিশে শূরা সদস্য ও শাজাহানপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, জেলা মজলিশে শূরা সদস্য ও শাজাহানপুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, শাজাহানপুর শহর শিবিরের সভাপতি আবু সাইম সহ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্যবৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। জামায়াতে ইসলামী সর্বদা শান্তি ও সম্প্রীতির পক্ষে কাজ করে আসছে। হিন্দু সম্প্রদায় যেন আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।