ব্গুড়ার শাজাহানপুরে ঈদের ছুটির সুযোগে সরকারি ইউক্যালিপটাস গাছ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার খড়না ইউনিয়নের দেসমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব পাশে নির্জন এলাকা থেকে গত সোমবার (৯ জুন) গভীর রাতে ৯টি পুরাতন বড় গাছ কেটে নেয় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটা গাছের মোথা কাদা ও লতাপাতা দিয়ে ঢেকে রাখে যাতে নজরে না আসে। এক প্রত্যক্ষদর্শী রাতেই মোবাইল ফোনে গাছ কাটার ভিডিও ধারণ করেন।
এ ঘটনায় ওই গ্রামের সাইফুল ইসলাম (৪৫) গাছ কেটে নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, “গাছের প্রয়োজন ছিল, তাই কেটেছি। এটা আমার ভুল হয়েছে।” বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয় কাঠ ব্যবসায়ীরা।
চুরি করা গাছের একটি অংশ বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই ফার্নিচার ও ‘ছ’ মিলে পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির মালিক বাবলুর রহমান জানান, “সাইফুল সড়কের কিছু গাছ কেটেছে। কিছু কাঠ সে আমার মিলে রেখেছে।”
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, “এ বিষয়ে আগে জানতাম না। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”