৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে নবাগত ওসির সাথে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময়

spot_img

বগুড়া শাজাহানপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশের সাথে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, স্বনামধন্য ব্যবসায়ী ও বিসিআইসি সার ডিলার, মুসাফির ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার সাইফুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু ইমদাদুল হক আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর রবিউল হাসান রবি, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হালিম দুদু, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ের বিভিন্ন অপরাধ চিত্র তুলে ধরে সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক থানাকে আইনি সহায়তা প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, “আমি চাই প্রতিটি পাড়া-মহল্লায় পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে। কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যদের সাথে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে শাজাহানপুর থানাকে একটি অপরাধমুক্ত মডেল থানা হিসেবে গড়ে তোলা হবে।” তিনি অপরাধ দমন ও প্রতিরোধে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ