
বগুড়ার শাজাহানপুরের পারতেখুর আব্দুল মোমিন মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি ) বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র জেলা তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন মানব উন্নয়ন নেটওয়ার্ক বগুড়ার সভাপতি রোটারিয়ান মেছবাউল আলম, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তারা। আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন আওয়ামীলীগ নেতা মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম কাজল প্রমুখ।