
বগুড়া শাজাহানপুরে বিএনপি নেতার ছেলের অতর্কিত হা’মলায় বাচ্চু মিয়া নামে এক স্কুল নৈশ প্রহরী আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে।
আহত বাচ্চু পেশায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী।
ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাঝিড়া স্কুল গেটে সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদুর জানান, স্কুলের ভিতরে ছিলাম। খবর পেয়ে বাহিরে এসে জানতে পারি, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ ছেলে মুক্তার অতর্কিত হামলা চালিয়েছে আমাদের স্কুলের নৈশ্য প্রহরী বাচ্চু মিয়া উপর।
এ ব্যাপারে জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম সংবাদ বুলেটিনকে জানান, এ ঘটনায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্ৰহন করা হবে।