শাজাহানপুরে পুকুরে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যু!
শাজাহানপুরে পুকুরে গোসল করতে নেমে মিষ্টি (৭) নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে।মিষ্টি বড়পাথার গ্রামের রং মিস্ত্রী আমিনুর রহমানের মেয়ে,সে স্থানীয় একটি কেজি স্কুলে লেখাপড়া করতো।
স্থানীয়রা জানান, সোমবার(২৪ এপ্রিল),মিষ্টি,আলপনা,ইশা বাড়ির পাশে গোসল করতে নামে,এ সময় হঠাৎ মিষ্টি ও আলপনা গভীর পানিতে চলে যায়।এ সময় ইশা পুকুর থেকে উপরে উঠে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত আলপনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।এর কিছুক্ষণ পর মিষ্টিকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান,পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।