শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া কেন্দ্রীয় শ্রীশ্রী কালি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) হোসনা আফরোজ এবং জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ পরিদর্শনকালে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।