শাজাহানপুরে ফিটনেসবিহীন গাড়ির ব্রেকফেল গুরুতর আহত ২
আতিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদন:আজ ২৪ এপ্রিল সোমবার বিকাল ৩ ঘটিকায় খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মাঝিরা টু মোস্তাইল বাজার রাস্তায় ফিটনেস বিহীন কার গাড়ি ব্রেকফেল করে বিদ্যুৎ খুটির সাথে সংঘর্ষ হয়।এতে গাড়িতে থাকা ড্রাইভার সহ ৫জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন।
[caption id="attachment_748" align="alignnone" width="1280"] ভর্তির জন্য যোগাযোগ করুন[/caption]
আহত দুইজন হচ্ছে মোছা: মেঘলা খাতুন (১৭)মালিপাড়া নিবাসী এবং মো: শাহেদ ইসলাম (২০) বগুড়া সদর।গাড়িতে থাকা অন্য সকল যাত্রীদের বাড়ি ও মালিপারা বলে যানা গেছে।
কার গাড়িটি দুর্ঘটনার মূল কারন হিসাবে জানা যায় ফিটনেস বিহীন গাড়ি, নতুন চালক এবং তারা সবাই গল্পের মধ্যে লিপ্ত ছিল। একটি সাইকেল কে সাইট দিতে গিয়ে ড্রাইভার দিশে হারা হন এবং গাড়িটি ব্রেকফেল করলে বিদ্যুৎ ঘুটির সাথে সংঘর্ষ হয়। এতে কিছুক্ষন তারে আগুন ও ধোঁয়া লক্ষ্য করা যায়।
প্রাথমিক ভাবে জানা যায় আহত ব্যাক্তিদের কপাল, হাত এবং পায়ে গুরুতর ক্ষত হয়েছে তাদের দ্রত চিকিৎসা নিশ্চিত করার জন্য মেডিকেল এর উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার সকল তথ্য নিশ্চিত করেছেন গাড়িতে থাকা অন্য যাত্রী মো: তানভীর আহমেদ (১৮) এবং মো: কাউছার (১৯)।