বগুড়ার শাজাহানপুরে ৭০ বোতল ফেনসিডিলসহ মায়া রাণী (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মায়া রাণী শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত শুভঙ্কর চন্দ্র শীলের স্ত্রী। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে মায়া রাণী’র বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে মায়া রাণীর ঘরে টেলিভিশনের নীচে একটি নীল রঙের শপিং ব্যাগের ভিতর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।