বগুড়ার শাজাহানপুর উপজেলায় বজ্রপাতে মোঃ বাবলা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই ) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলা উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ জমিতে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।