
বগুড়া শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবকলীগ নেতা বন ফারুক ও হাতকা’টা ফারুককে গ্ৰেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৩১ মার্চ) মধ্যে রাতে উপজেলার খরনা ইউনিয়নের টেংগামাগুর এলাকা থেকে প্রথমে হাতাকাটা ফারুক কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের উমরদিঘী গ্রাম থেকে বন ফারুক কে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারের বিষয়টি সংবাদ বুলেটিনকে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার তদন্ত (ওসি) মাসুদ করিম।
তিনি জানান, গ্ৰেফতারকৃত বন ফারুক ও হাতকাটা ফারুক যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি।
গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে শাজাহানপুর থানা পুলিশের হেফাজতে আছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।