বাঙ্গালীদের প্রাণের উৎসব, বাংলা নববর্ষের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায়, বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের ঢল নামে । পরিনত হয় মহা মিলন মেলায় । সোমবার সকাল ১০টায় শাজাহানপুর থানা বিএনপির আয়োজনে বর্ণিল আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
শোভাযাত্রা শেষে স্কুল মাঠে খেলা ধুলার পাশাপাশি লোক শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।।
উপজেলা বিএনপি আনন্দ শোভাযাত্রায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক রনি,বিএনপির নেতা আতাহার আলী কাইয়ুম,উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু,যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান,সাধারণ সম্পাদক আইয়ুব আলী,উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ ইবনে আইয়ুব ছোটন,মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার,সাধারণ সম্পাদক সুমি আকতার,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইবনে সাউদ,জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপুল রানা, শ্রমিকদলের সভাপতি আব্দুল সোবাহান পুটু সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ,উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।