বগুড়ার শাজাহানপুরে দশম শ্রেণিতে পড়ুয়া ১৮ বছরের কম বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, ১ আগস্ট (শুক্রবার) উপজেলার গোহাইল ইউনিয়নের পালাহার গ্রামে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয় সচেতন মহলের কেউ একজন উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান থানা পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করেন।
এ বিষয়ে ইউএনও বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের তৎপরতায় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তায় বিয়ে বন্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, ওই কিশোরীর বাবা-মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয়েছে এবং মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।
শাজাহানপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঘটনা ঠেকাতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।