বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে শ্যামলী পরিবহনের বাসচাপায় জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং আড়িয়া ইউনিয়নের আড়িয়া বাজার এলাকায় মো. বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে হাইওয়ে সড়কে ভিক্ষুক জহুরা বেওয়া দাঁড়িয়ে ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করে।
নিহত জহুরা বেওয়া ওই এলাকার মৃত আ. জব্বারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানায়, ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশকে ব্যবস্থা গ্ৰহন জন্য অবগত করা হয়েছে।