বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির পার্টি অফিসের দেয়ালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নি'ষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সাঁটানো হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে শাজাহানপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা অফিসে এসে দেয়ালে আওয়ামী লীগের পোস্টার দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী গভীর রাতে পরিকল্পিতভাবে বিএনপির কার্যালয়ের সামনে এ পোস্টার সাঁটায়। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা এটিকে "সরাসরি উসকানি ও রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা" হিসেবে আখ্যা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সংবাদ বুলেটিনকে জানান, রাতের আঁধারে কে বা কাহারা আমাদের পার্টি অফিসসহ বিভিন্ন স্থানে সরকার ঘোষিত নিষিদ্ধ আওয়ামীলীগ প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগিয়েছে। যা নিন্দনীয়। বিষয়টি গুরুত্ব সাথে খতিয়ে দেখার জন্য প্রসাশনের প্রতি আহ্বান জানান তিনি।
অপরদিকে পোস্টার সাঁটানো বিষয়ে শাজাহানপুর থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী জানান, "বাংলাদেশের মাটি ও মানুষের দল হিসেবে আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাজাহানপুরবাসীকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্থানে দেয়ালে পোস্টার সাঁটিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।"
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, সকালে ফেসবুকে, দেয়ালে পোস্টার সাঁটানোর ছবি দেখতে পেয়ে খোঁজখবর নিয়েছি। কিন্তু কোথাও আমারা পোষ্টার লাগানো দেখতে পাইনি।
শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।