বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি,বিএনপি নেতা ইদ্রিস আলী সাকিদার, আনোয়ার মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, বাদশা সরকার, দেলোয়ার হোসেন,রফিকুল ইসলাম রফিক, আতাহার আলী কাইয়ুম,মোশাররফ হোসেন,যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, শহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার,সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, জাসাসের সাধারণ সম্পাদক বিপুল মোল্লা,শ্রমিক দলের নেতা বাবলু মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা অংশ নেন।