
বগুড়ার শাজাহানপুরে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জানুয়ারি) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ) বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন সার্বিক ব্যবস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা প্রোগ্রামার মোস্তাফিজার রহমানসহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ।
‘উন্নত আগামীর বিজ্ঞান ও প্রযুক্তি ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে অনুষ্ঠিত দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে।
উপজেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ ও সিনিয়র গ্রুপে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।