নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কের পর বগুড়া শাজাহানপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তারান্না বেগমকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল মজিদ।
খাদ্য অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তারান্না বেগমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের হয়রানি, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠে আসছিল, যা স্থানীয় ডিলারদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।
ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে,তারান্না বেগম হঠকারী সিদ্ধান্তে নিয়োগপ্রাপ্ত ডিলারদের লাইসেন্স প্রদান না করে অযথা তালবাহানা করতেন। ডিলারদের নানাভাবে হয়রানি করা হতো। এছাড়াও অফিসের জন্য আইপিএস কেনার নামে ডিলার ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। (অভিযোগের ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে)
অবশেষে খাদ্য অধিদপ্তর তদন্তের ভিত্তিতে তাকে অন্যত্র বদলি কর হয়।
আসছেন নতুন কর্মকর্তা: নতুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন আব্দুল মজিদ। তিনি এর আগে বগুড়ার ধুনট উপজেলায় দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।