
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদ্যপানে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন, যাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে একজনের মৃত্যু হয় এবং শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে আরও একজন মারা যান।
নিহতরা হলেন—উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের আব্দুল হান্নান খোকা সোনারের ছেলে নাছিদুল সোনার (২৭) ও সুলতান আকন্দের ছেলে মানিক আকন্দ (৩০), আবু বক্কর আকন্দের ছেলে আব্দুল্লাহ আল কাফী (৩০)। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় একই গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মিজানুর রহমান লিটন (৫৫) মারা যান।
বিষাক্ত মদ্যপানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিন্টু মিয়ার ছেলে আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আক্রান্তদের শরীরে ‘এলকোহল ইনটক্সিকেশন’ (বিষাক্ত ও অতিরিক্ত মদ্যপানজনিত বিষক্রিয়া) শনাক্ত হয়েছে। কিডনির সেরাম ক্রিয়েটিনিন লেভেল ১০ থেকে ১২ পয়েন্ট পর্যন্ত পাওয়া গেছে, যেখানে স্বাভাবিক মাত্রা ০.৬ থেকে ১.৩। আক্রান্ত ডায়ালাইসিস করা হয়েছে, রঞ্জুর অবস্থাও সংকটাপন্ন।
চিকিৎসক বলেন, গুরুতর এলকোহল বিষক্রিয়ায় ভুগছেন। কিডনি বিকল হয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তবে পরিস্থিতি ভালো নয়।”
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষাক্ত মদ্যপানে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




