বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলার সময় ড্রেনের পাইপে পড়ে মোঃ ফাইম বাবু (৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ফাইম বাবু ওই গ্রামের মোঃ সোহেল রানার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি তার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে পুটু মিয়ার ফাঁকা জমিতে বৃষ্টির পানিতে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে পাশের ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই দৃষ্টির আড়ালে চলে যায়।
প্রতিবেশী শিশুটি ঘটনাটি দেখে দ্রুত ফাইমের বাড়িতে গিয়ে জানায়। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে ড্রেন ও পাশের ডোবায় খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। তবে বিকেল পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শিশু ফাইমের মা-বাবা এবং স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস।
এলাকাবাসীর অভিযোগ, খোলা ড্রেন ও নিরাপত্তাহীন পরিবেশে ছোট শিশুদের জন্য চরম ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত শিশুটির সন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।