বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভারি বর্ষণে মাটির দেয়াল ধ্বসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার(৩জুলাই) সকাল সাড়ে ৭ টায় ফুলতলা এলাকায় পুকুরপাড় মসজিদের পাশে জনৈক রেজাউল করিমের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে তাঁর বাড়ির ভাড়াটিয়া কিবরিয়া(৫০) মাটি চাপা পড়েন। সংবাদ পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন এসে মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। নিহত কিবরিয়া রাজশাহী জেলার মতিহার থানার নতুন বুথপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে।
বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম মোবাইল ফোনে বলেন, সংবাদ পেয়ে আমাদের লোকজন দ্রুত ঘটনাস্থলে যায়। প্রচুর বৃষ্টিপাতের কারণে জনৈক রেজাউল করিমের মাটির বাড়ির দেয়াল ধ্বসে ভাড়াটিয়া কিরিয়ার উপরে পড়েছিলো। আমাদের লোকজন মাটি সরিয়ে গুরুতর অবস্থায় কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে,ডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষনা করেন।