কেক কর্তন ও আলোচনা সভা মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে জাতীয় দৈনিক পত্রিকা ‘মানবকন্ঠ'র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
সংবাদ বুলেটিন এর প্রকাশক মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপনের সঞ্চালনায় এবং দৈনিক মানবকণ্ঠ এর শাজাহানপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানী, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূম, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, আবুল কালাম আজাদ, সহ সভাপতি ডাঃ শাহীন আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য নাজিরুল ইসলাম, সাংবাদিক তৌফিক এলাহী,শিপলু সুজন, মনোয়ার , শাকিলসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।