
বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশন ও মানিকদিপা যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সহ-সভাপতি এম ইদ্রিস আলী সাকিদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুমসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় চাঁদবাড়িয়া মানবকল্যাণ সংগঠন ২-০ গোলে বেজোড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।