৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মাহফিলে আসছেন দেশবরেণ্য বক্তা আমির হামজা

spot_img

নিজস্ব প্রতিবেদক : দেশসেরা আলেমদের আগমনে বসতে যাচ্ছে তারার মেলা। প্রতি বছরের ন‍্যায় বগুড়া শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর কামিল মাদ্রাসার উদ্যাগে তিন দিনব্যাপী ১০৮ তম ঐতিহাসিক বার্ষিক কুরআন মাহফিল চলছে। আজ শুক্রবার(১ মার্চ) সমাপনী দিনে মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাওলানা আমির হামজা (কুষ্টিয়া)।

দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দস সালাম, তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হোসাইন আহম্মেদ মাহফুজ এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ মাহফিলে ওয়াজ করবেন। মাহফিলে বগুড়া ৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি একে কে এম আসাদুর রহমান দুলু। উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত নারীদের জন‍্য বিশেষ পর্দার বিষয়টি নিশ্চিতকরণ এবং সার্বক্ষণিক শৃংখলায় ওয়াজ মাহফিল এন্তেজামিয়া কমিটির তত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
এ ওয়াজ মাহফিল উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এ বছর মাহফিলে জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা উপস্থিত থাকবেন বিধায় মাহফিলকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন।
উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের অনেক ছাত্ররা দেশে ও দেশের বাইরেও বিভিন্ন গুরুত্বর্পূণ স্থানে সেবা করে যাচ্ছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ