
বগুড়ার শাজাহানপুরে কিন্ডারগার্টেন স্কুলস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৮৩ জন মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।