শাজাহানপুরে যুবকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মিজানুর রহমান মিলন,
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মন্ডলপাড়ায় (০৭ এপ্রিল শুএবার) এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,ফুলকোট মন্ডল পাড়ার কয়েকজন তরুণ যুবকদের উদ্যেগে ও পাড়া প্রতিবেশীর সার্বিক সহযোগিতায় মহল্লার সব বাড়ি থেকে চাঁদা হারি তুলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পাড়ার ছোট বড় সবাই মিলে এক সাথে ইফতার এ যেন এক অন্য রকম আনন্দ । এ রকম ইফতার মাহফিল করতে পেরে মন্ডলপাড়ার লোকজন সবাই খুশি। প্রত্যেক বছরেই তারা এই রকম ইফতার মাহফিল করবেন বলে মন্ডল পাড়ার তরুণ যুবকেরা জানান। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফুলকোট পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা একেএম শামসুল আলম ।