
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তালেব (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনসহ সংযোজন করা যাবে) রাত সাড়ে ১১টার দিকে গয়নাকুড়ি গ্রামের গড়াম এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইউপি সদস্য আবু তালেব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গয়নাকুড়ি গ্রামের জনৈক মো. বাদশা মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবু তালেব, পিতা ইউনুস আলী, গয়নাকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে ফোরকান হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।