
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে শুরু হয়েছে ‘সনাতনী ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সরকারি চাচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে আয়োজিত এ ব্যতিক্রমী টুর্নামেন্টে উপজেলার চারটি ভেন্যুতে মোট আটটি দল অংশ নিচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী-শাজাহানপুর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোরশেদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী সাকিদার, মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবর্মল রায় ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের অতুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চোপিনগর-খোট্টাপাড়া ও মাদলা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী দুটি দল। খেলা দেখতে মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।