৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সোনাইডাঙ্গা বিল নিয়ে বিরোধ, উত্তেজনা চরমে

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট এলাকায় সোনাইডাঙ্গা বিল ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। প্রায় ৩০০ বিঘা আয়তনের এ বিল নিয়ে দখল ও মাছ আহরণকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আহসান হাবিব সাগর অভিযোগ করেন, সমিতির ২২ জন সদস্য বিলে ৯০ শতাংশ জমির মালিক। বাকি জমির মালিকদের ভাড়া এবং মাছ দিয়ে সুবিধা দেওয়া হয়। কিন্তু সম্প্রতি আমারুল ইসলাম, এনামুল হক, সোহাগ ও জিয়াউর রহমানসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাছ ধরছেন। বাধা দিলে তারা সমিতির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলেও জানান তিনি। তার দাবি, কিছু ব্যক্তি মালিকানাধীন বিলে উন্মুক্ত জলাশয়ের দাবি তুলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিলের আংশিক জমির মালিক এক স্থানীয় বাসিন্দা জানান, তার জমি বিলের মধ্যে পড়েছে এবং তিনি প্রতি বছর সমিতির কাছ থেকে মাছ পান। তবে এখন বিরোধ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে আমারুল ইসলাম নামের একজন অভিযোগ করেন, ন্যায়ের পক্ষে কথা বলায় আমাদের ওপর সমিতির লোকজন হামলা চালিয়েছে। বিলে স্থানীয় জনগণের অধিকার রয়েছে। আওয়ামী লীগপন্থী কিছু প্রভাবশালী ব্যক্তি এটি দখলে রেখেছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান, স্থানীয় মৎস্য সমবায় সমিতিই বিলের বৈধ সুবিধাভোগী।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, সমিতির পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের হস্তক্ষেপ না এলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ