
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযানে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ দুইজন আসামী গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্য ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত মালবাহী ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাটেরপাঁচবিবি থানার রতনপুর গ্রামের মৃত রবি মুরমু ছেলে মানিক মুরমু ওরফে মানেশ (২৮) এবং দিনাজপুর হাকিম পুর থানার চন্ডীপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোঃ সুমন হোসেন ওরফে আলিফ (২১)।
পুলিশ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি অভিযানিক দল বুধবার ( ২৮ ফেব্রুয়ারি) রাত ২.৪৫ মিনিটে উপজেলার আড়িয়া ইউনিয়নের অন্তর্গত সেনাস্বরনী বি-ব্লক বিজয়াঙ্গন এর সামনে মহাসড়ক থেকে আসামীদেরকে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেন এবং মাদকদ্রব্য ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত মালবাহী ট্রাক জব্দ করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, থানায় মাদক আইনে মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।