বগুড়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনকে দেখতে গিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। সোমবার (৯ জুন) বিকেলে ক্লিনিকে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-প্রকাশনা সম্পাদক ফজলুল হক উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আলহাজ্ব দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, আলামিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা আব্দুল্লাহ ছোটনের আশু রোগমুক্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।