
বগুড়া শাজাহানপুরের ৩ নং মাঝিরা ইউনিয়ন পরিষদের ২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বাজেট ঘোষণা করেন মাঝিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব আছিমুদ্দিন হোসেন, সকল সদস্য, সদস্যগণ এবং স্থানীয় মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটের মোট আয় ধরা হয় এক কোটি ২১ লক্ষ ২৯ হাজার পাঁচ টাকা। ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার ২২০ টাকা।