শাজাহানপুর উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক রিপন। নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার এক বিশেষ সাধারণ সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী।
অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দীন হারেজ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুঞ্জর কাদের মন্টু,মোঃ মতিউর রহমান,মোজাফফর চেয়ারম্যান ,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ আতাহার আলী কাইয়ুম, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।বিএনপি নেতা মো: মশিউর রহমান রকিসহ বিআরডিবির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন তার বক্তব্যে সমবায়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।