শাজাহানপুর থানার বিশেষ অভিযানে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার ০২।
জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, শাজাহানপুর থানার সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে একটি অভিযানিক দল ইং ১৬/০৪/২০২৩ তারিখ রাত্রী ০৩.১৫ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া গ্রামস্থ জোব্বার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে নির্মানাধীন রাস্তার উপর ঠাকুরগাঁওগামী শান্তি পরিবহণ নামীয় একটি যাত্রীবাহী বাস হইতে সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ ফয়সাল(৩৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-নোয়াপাড়া, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা, ২। মোঃ মোস্তফা(৩০), পিতা-মৃত ইসমাইল আলী, সাং-পারুয়া, থানা-বালিয়াডাঙ্গা, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে অত্র থানায় মাদক মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।