বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ শফিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ আগস্ট দুপুরে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামে এক তরুণী (১৮) কে কথার ছলে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের নানী মোছাঃ রেহেনা বেগম (৪৫) বাদী হয়ে শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখ-১০/০৯/২০২৫)।
ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল উপজেলার বড়নগর গ্রামে তার ভগ্নিপতি মোঃ আঃ মতিনের বাড়িতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।