বগুড়ার শাজাহানপুর মাশরুম চাষ সম্প্রসারণর মাধ্যম পুষ্টি উনয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়ছ। আজ বুধবার (২১ ম) শাজাহানপুর উপজলা পরিষদ মিলনায়তন এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খামার বাড়ি বগুড়ার উপপরিচালক কষিবিদ সাহল মা. শামসুদ্দীন ফিরাজর সভাপতিত্ব মাঠ দিবস প্রধান অতিথি ছিলন প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএই খামার বাড়ি ঢাকা’র পরিচালক (উদ্ভিদ সংনিরোধ উইং) কৃষিবিদ মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন ডিএই বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজের সঞ্চালনায় মাঠ দিবসে আরও অংশ নেন ডিএই খামার বাড়ি বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার একেএম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এখলাস হোসেন সরকার, শাজাহানপুর উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন।