বগুড়া শাজাহানপুরে আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের নাম ব্যবহার করে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি।
শুক্রবার (২৩ মে) বাদ আসর অত্র প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আশেকপুর ইউনিয়নের মধ্যে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু কুচক্রী মহল বিভিন্ন অপবাদ ছড়াচ্ছে। এতে শিক্ষার পরিবেশ বিনষ্টের সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার পারতেখুর গ্রামের ছানোয়ার হোসেন ছানার সাথে পারিবারিক বিবাদে একটি মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্র প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে যাচ্ছে। এদিকে মারধরের শিকার ছানা অত্র প্রতিষ্ঠানের কেউ না। বিগত সময়ে প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির ভোটে ছানা পরাজিত হয়। তারপর থেকে ছানা এবং তার কিছু সহযোগীরা এই প্রতিষ্টানের নামে অপপ্রচার চালাতে থাকে। আমরা গ্রামের সচেতন এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ছানার সাথে যে ঘটনা ঘটেছে তার প্রকৃত ঘটনা সত্য প্রকাশে সাংবাদিকদের কাছে আশা ব্যক্ত করেন বক্তারা।
প্রতিবাদ সভায় অত্র এলাকার অবঃ শিক্ষক মুনঞ্জুরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলেকপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মেরাজুল ইসলাম নান্নু, দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সোহেল রানা, আনছার আলী, বিদ্যুৎসাহী সদস্য মিল্টন হোসেন, এলাকাবাসী জোবায়ের হোসেন, বাদশা মিয়া, শামিনুর রহমান ঠান্ডা, শাকিল, সাব্বির হোসেন, আবু তালেব প্রমূখ।