
মোঃ আব্দুর রহিম ঃ স্টাফ রিপোর্টার ঃ
জানা যায় সোমবার সকাল ৮ টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামের শাহ আলমের পুত্র শিশু রিফাত বাবু( ৪) তার দাদার থামানো অটো ভ্যানের উপরে বসে খেলছিল খেলতে খেলতে হঠাৎ ভ্যানের সুইজের উপর হাত পড়লে অটোভ্যান রানিং হয়ে প্রাচীর সাথে ধাক্কা লাগলে শিশু রিফাতের বুকে আঘাত পায়। সাথে সাথে চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে পথের মধ্যেই মারা যায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিশু রিফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আপনারা সবাই শিশু রিফাতের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন বেহস্ত নসিব দান করেন আমিন