শিবগঞ্জ উপজেলায় বিকৃত ও প্রায় গলিত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চককীর্তি ইউনিয়নের চাঁদপুর কল্যাণীজোলা এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, শিশুটির লাশ বিকৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, লাশ বিকৃত করতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। পুলিশ ও সিআইডি আলাদাভাবে তদন্ত শুরু করেছে।