৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

spot_img

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়।

আজ বুধবার (৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৫৫০টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব এর নেতৃত্বে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা সুমন ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য রেশাদুল ইসলাম (লেবু), ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম পলাশ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীনুর আলম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হায়দার আলী মন্ডল, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য তাববিরুল ইসলাম শাহীন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম, ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য জলেদা বেগম, ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ রোমানা আক্তার এবং ৭/৮/৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য খুশির্দা আক্তার খুশি।

চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল হালিম, শ্রী রনজিত কুমার, মুকুল হোসেন, দুলাল চন্দ্র ও শ্রী রামধনি।

চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব জানান, সরকারের সহায়তায় অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ঈদ উপহার ভিজিএফ চাল আমরা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করেছি। আমরা চেষ্টা করছি যেন প্রকৃত উপকারভোগীরাই এই সহায়তা পান এবং কেউ যেন বঞ্চিত না হন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই কার্যক্রমে সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধের সাথে কাজ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ